Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

‘তামিম জানাবে, অপেক্ষা করুন’

‘তামিম জানাবে, অপেক্ষা করুন’

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাময়িক বিশ্রামে যাওয়া তামিম ইকবাল কী আদৌ ফিরবেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে? আগামী ২৬ জুলাই শেষ হতে যাচ্ছে তার বেঁধে দেয়া ৬ মাসের সময়। এরপর তিনি নিজেই জানাবেন চার-ছক্কার দুনিয়ার তার অবস্থানের কথা। এমনটাই দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

ছবি: সংগৃহীত

২ মিনিটে পড়ুন

মিরপুরে বৃহস্পতিবার (০৭ জুলাই) টি-টোয়েন্টি তামিমের ফেরা নিয়ে গণমাধ্যমকে জালাল বলেন, ‘সেটা তামিম জানাবে, অপেক্ষা করুন। হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বা জুলাই মাস শেষে জানাবে। সে জুলাই মাস পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়তো জানিয়ে দেবে।’

ইনজুরি থেকে ফিরে ফিটনেস জটিলতায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজে থেকে অংশ নেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার বদলি হিসেবে যারা আরব আমিরাত গিয়েছিলেন কেউই রাখতে পারেননি প্রত্যাশার চাপ। এর মধ্যে তামিম টি-টোয়েন্টি থেকে চেয়ে বসলেন ৬ মাসের ছুটি।

গত বিপিএলে সেরা ছন্দে থাকা টাইগার ওপেনারকে অভিমান ভাঙিয়ে টি-টোয়েন্টিতে ফেরাতে অনেক আলোচনা করেছে বোর্ড। কিন্তু তিনি না ফিরছেন, না অবসরের ঘোষণা দিচ্ছেন। নিজের সব সিদ্ধান্ত নাকি জানাবেন ৬ মাস পূর্ণ হলেই। গত কয়েক মাসে ধরে ওয়ানডে অধিনায়ককে বার বার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ জালাল। তাই আর তার সিদ্ধান্তের বিষয়ে হস্তক্ষেপ করতে চান না।

তিনি বলেন, ‘আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সঙ্গে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।’

এদিকে আগামী অক্টোবরে বসতে যাচ্ছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে আর বেশি সময় নেই। টি-টোয়েন্টিতে তামিমের স্বয়ংসম্পূর্ণ হতে পারেননি অন্য কেউ। শেষ পর্যন্ত তিনি কি ফিরবেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে? সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে তার অনুপস্থিতিতে কষ্ট পাওয়া টাইগার সমর্থকরা কী অস্ট্রেলিয়ায় এ ড্যাশিং ওপেনারকে দেখবেন মাঠ মাতাতে?

জবাবে জালাল বলেন, ‘বিশ্বকাপ খেলবে কি না সেটা তো বলেনি এখনও। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।’

একটি মন্তব্য পোস্ট করুন